বিসিবির হেড অব এডুকেশন নাকি চুক্তিবদ্ধ আম্পায়ার? কোন ভূমিকায় আছেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতÑএ প্রশ্নটাই জেগেছে এখন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন এই অভিজ্ঞ আম্পায়ার।
আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর থেকেই ব্যস্ততা বেড়েছে শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের। গত এক বছরে বৈশ্বিক টুর্নামেন্টসহ বড় বড় সিরিজ পরিচালনা করেছেন এই বাংলাদেশি আম্পায়ার।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রবিন রাউন্ড পর্বের আবাহনী-মোহামেডান ম্যাচ তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির রেশ যেন কোনোভাবেই কাটছে না। ম্যাচে অসদাচরণের জন্য তাওহিদ হৃদয়কে দেওয়া শাস্তি কমে আসে বাইলজ পরিবর্তনের মাধ্যমে। তাতে ক্ষুব্ধ হয়ে ডিপিএল টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ান এনামুল হক মনি।
তাওহিদ হৃদয়ের শাস্তি কমাতে বাইলজ পরিবর্তন ঘটনার পর পদত্যাগ করেছেন ডিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এনামুল হক মনি। এবার তাওহিদ হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ আনা অনফিল্ড আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত বিসিবির চাকরি ছাড়ছেন।